২৫ এপ্রিল, ২০২৪

Anubrata: আপাতত তিহারেই থাকতে হচ্ছে অনুব্রতকে, পিছলো জামিন মামলার শুনানি
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-29 17:48:17   Share:   

আপাতত তিহারেই (Tihar Jail) থাকতে হচ্ছে বীরভূমের 'বেতাজ বাদশা' অনুব্রতকে। সূত্রের খবর, বুধবার অনুব্রতর জামিন মামলার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। আদালত এই মামলার পরবর্তী শুনানির তারিখ দিয়েছে ২৭ জুলাই। অর্থাৎ প্রায় ৪ মাস পর। সুতরাং এখন প্রায় ৪ মাস তিহারে থাকতে হতে পারে কেষ্টকে।

গরু পাচার মামলায় বীরভূমের বাড়ি থেকে ১১ আগস্ট, কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছিলেন কেষ্ট মণ্ডল। সম্প্রতি তাঁকে তিহার জেলে থাকতে হচ্ছে। পাশাপাশি গরু পাচারের টাকার লেনদেনের যোগ পেয়ে বীরভূমের সিউড়ির আইসিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। তদন্তে অসহযোগিতা করছেন আইসি মোহাম্মদ আলী বলেই দাবি ইডির।

পাশাপাশি তিহারে থাকতে কষ্ট হচ্ছে এবং আসানসোল জেলে ফিরতে চান বলে আদালতের কাছে অনুরোধ করেছিলেন তিনি। তিনি আদালতকে জানিয়েছিলেন তিনি আসানসোল জেলে থেকেই প্রয়োজনে ইডি আধিকারিকদের সহায়তা করবেন।


Follow us on :