LATEST NEWS
29 May, 2023

Border: পঞ্জাব সীমান্তে ফের 'অনুপ্রবেশকারী' পাক ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১২-২১ ১১:৩৪:৪১   Share:   

পঞ্জাবের (Punjab) অমৃতসরে (Amritsar) ভারত-পাক সীমান্ত এলাকায় একটি ড্রোনকে (shot down drone) গুলি করে নামাল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) (BSF)। সীমান্তের ওপার থেকে ড্রোনটি ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ে বলে বিএসএফ-র পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ২০ মিনিটে ড্রোনটি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। বুধবার সকালে, সেনারা ভরপালের সীমান্ত ফাঁড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে পাকিস্তানের দিকে ড্রোনটি পড়ে থাকতে দেখেছিল।

এরপর কয়েক মিনিটের জন্য আকাশে উড়তে দেখা যায় ড্রোনটি। তখনই কর্তব্যরত জওয়ানরা সঙ্গে সঙ্গে গুলি করে নামিয়ে নেয়। ভারত-পাক সীমান্তের ওপার থেকে ড্রোনের আগমন এই প্রথম নয়। গত এগারো মাসে পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে ২২০টি ড্রোনের বেআইনি প্রবেশের ঘটনা ঘটেছে বলে বিএসএফ-র পক্ষ থেকে জানানো হয়েছে। আর এই ঘটনা দেশের নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে সীমান্তরক্ষী বাহিনী।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :