১৯ এপ্রিল, ২০২৪

Drone: ফের পঞ্জাব সীমান্তে পাক ড্রোনকে গুলি করে নামালো বিএসএফ, উদ্ধার চিনা বন্দুক-কার্তুজ
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-18 14:34:25   Share:   

ফের পঞ্জাবে (Punjab) পাকিস্তানি ড্রোনের (Pakistani Drone) প্রবেশ। গুলি করে নামাল বিএসএফ (BSF)। বুধবার বিএসএফ-র তরফে বলা হয়, পঞ্জাবের গুরদাসপুরে পাকিস্তানের দিক থেকে আসা ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। ড্রোন থেকে উদ্ধার হল চারটি চিনা বন্দুক এবং তাজা কার্তুজ।

বিবৃতি জারি করে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ জানিয়েছে, ১৭ এবং ১৮ জানুয়ারির মধ্যরাতে বিএসএফের টহলদারি দল গুরদাসপুরের উঁচা তাকালা গ্রামে একটি ড্রোনের শব্দ পান। সঙ্গে সঙ্গে ড্রোন লক্ষ্য করে গুলি করা হয়। এরপর শব্দের উৎস অনুসন্ধান করে তল্লাশি অভিযান শুরু হয়। সেখানে একটি কাঠের বাক্স পড়ে থাকতে দেখে বিএসএফ। ওই বাক্স থেকেই উদ্ধার করা হয় চিনে তৈরি চারটি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৪৭ রাউন্ড গুলি।

এরপরই নিরাপত্তারক্ষীরা গোটা এলাকায় জোরদার তল্লাশি শুরু করে। উল্লেখ্য, এর আগেও পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পঞ্জাবে অস্ত্রশস্ত্র এবং মাদকদ্রব্য পাঠানোর ঘটনা ঘটেছে। এই বছরের শুরুতেই পঞ্জাবের গুরদাসপুরে মাদক-ভর্তি ড্রোন উদ্ধার করেছিল সীমান্তরক্ষী বাহিনী। ফের একই গ্রামে আরেকবার ড্রোন প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করল বিএসএফ।


Follow us on :