২০ এপ্রিল, ২০২৪

Uttarakhand: তুষারধসের কবলে প্রায় ৩০ জন পর্বতারোহী, একাধিক মৃত্যুর আশঙ্কা প্রশাসন
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-04 17:12:01   Share:   

ফের প্রাকৃতিক বিপর্যয় উত্তরাখণ্ডে। তুষারধসের কবলে পর্বতারোহীরা। মঙ্গলবার সকালের এই ঘটনার পর থেকেই চলছে উদ্ধারকাজ। দায়িত্বে সেনা, আইটিবিপি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)।ঘটনায় কয়েক জন পর্বতারোহীর মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন। পুলিস সূত্রে খবর, তুষারধসে ২৯ জন পর্বতারোহী আটকে পড়েছেন। বায়ুসেনার হেলিকপ্টার ইতিমধ্যে আট জনকে উদ্ধার করেছে। তবে বেসরকারি সূত্রের দাবি, কমবেশি চার জনের মৃত্যু হয়েছে। বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া পর্বতারোহীর উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর শিক্ষার্থী। রাজ্য পুলিসের ডিজি অশোক কুমার জানান, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ প্রায় ১৬ হাজার ফুট উচ্চতার তুষারধসের খবর মেলে। এরপরেই রওনা হয় বায়ুসেনার কপ্টার। তিনি বলেন, 'এ পর্যন্ত আট পর্বতারোহীকে উদ্ধার করে ১৩ হাজার ফুট উচ্চতায় একটি হেলিপ্যাডে নামিয়ে আনা হয়। তারপরে হেলিকপ্টারে তাঁদের দেরাদুনে আনা হয়েছে। আটক অন্য পর্বতারোহীদের খোঁজ চলছে।'


Follow us on :