২৬ এপ্রিল, ২০২৪

Kejariwal: নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপান! কেন্দ্রকে আর্জি কেজরিওয়ালের, চিঠি লিখতে চান মোদীকেও
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-26 15:29:09   Share:   

ভারতীয় নোটে (Indian Currency) লক্ষ্মী- গণেশের ছবি ছাপাতে কেন্দ্রকে (Modi Government) আর্জি অরবিন্দ কেজরিওয়ালের। দেশের বেহাল অর্থনীতির চাকা ঘোরাতে প্রধানমন্ত্রীকে এই পরামর্শ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejariwal)। যদিও তাঁর এই পরামর্শ ঘিরে তুঙ্গে বিতর্ক। খড়্গপুর আইআইটির প্রাক্তনী কেজরিওয়াল জানান, দীপাবলির পুজো করতে করতে মাথায় এই ভাবনা এসেছে। আমরা সবাই দেখতে পাচ্ছি, দেশের অর্থনীতির হাল ফেরানো যাচ্ছে না। আমরা চাই ভারত যেন উন্নত দেশে পরিণত হয়। কিন্তু কঠোর পরিশ্রম করে অনেক কাজ করতে হবে। তবে আপনার সব চেষ্টা সফল হবে তখনই, যখন দেবদেবীর (Laxmi-Ganesh) আশীর্বাদ সঙ্গে থাকবে।

এরপরই সাংবাদিকদের দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে চাই, আমাদের নোটের এক দিকে গান্ধীজির ছবি রয়েছে। সেটা তেমন থাকুক। অন্যদিকে লক্ষ্মী ও গণেশের ছবি ছাপা উচিত।'

প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমি প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখব। কারণ, যা পরিস্থিতি তাতে মানুষের চেষ্টার পাশাপাশি ভগবানের করুণারও দরকার পড়ছে। এছাড়া হবে না।'


Follow us on :