২০ এপ্রিল, ২০২৪

Kashmir: সেনা সক্রিয়তায় কুপওয়ারা দিয়ে ব্যর্থ জঙ্গি অনুপ্রবেশ, বাহিনীর গুলিতে মৃত এক সন্ত্রাসবাদী
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-26 12:31:45   Share:   

গোটা দেশ যখন আলোর উৎসবে মশগুল, তখন জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা (Indian Army)। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু এক জঙ্গির। ঘটনাটি উপত্যকার কুপওয়াড়া জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার, নিয়ন্ত্রণ রেখা (LOC) বরাবর কারনাহ সেক্টরে সেনার চোখে ধুলো দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছিল। বিষয়টি বুঝতে পেরে বাধা দেয় সেনা। দু তরফে শুরু হয় তুমুল গুলির লড়াই। সেনার গুলিতে এক জঙ্গির (Terrorist) মৃত্যু হয়েছে। গত মাসেই কুপওয়াড়াতে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। সে বারও একইভাবে নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। সেদিন গুলির লড়াই থামার পর সেনা তল্লাশিতে পিস্তল, গ্রেনেড উদ্ধার হয় মৃতদের থেকে।

বছর ঘুরলেই সম্ভবত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তাই জনমানসকে আতঙ্কে রাখতে এবং নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করতে এখন থেকেই জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা পড়শি দেশের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলোর। আর তাঁদের এই কু চক্রান্ত ব্যর্থ করতে বারবার সফল দেশের সেনাবাহিনী। এমনটাই জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তারা।



Follow us on :