১৯ এপ্রিল, ২০২৪

Cheetah: তিনমাসের মধ্যে তিনবার! ফের এক চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-09 17:36:32   Share:   

ফের এক চিতার (Cheetah) মৃত্যু কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park)। এই নিয়ে তিন মাসের মধ্যে মোট ৩ টি চিতার মৃত্যু হল। জানা গিয়েছে, এবারে যে মহিলা চিতার মৃত্যু হয়েছে তার নাম দক্ষ (Daksha)। দেশে চিতার বংশবৃদ্ধি করতে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দু'ধাপে চিতা আনা হয়েছিল। মোট ২০ টি চিতা আনা হয়েছিল। কিন্তু এবারে দেশে মোট চিতার সংখ্যা দাঁড়াল ১৭। দেশে ক্রমশ চিতার মৃত্যু সংখ্যা বাড়ায় কপালে চিন্তার ভাঁজ বনদফতরের আধিকারিকদের।

সূত্রের খবর, তবে এবারে চিতার মৃত্যু কোনও রোগের কারণে হয়নি। এক পুরুষ চিতা ফিন্ডার আক্রমণে তার মৃত্যু হয়েছে। শুধুমাত্র ফিন্ডা নয়, বায়ু ও অগ্নি নামের চিতা দুটো এই আক্রমণের সঙ্গে যুক্ত ছিল। ফলে জাতীয় উদ্যানে চিতার সঙ্গে লড়াই করতে গিয়েই মৃত্যু হয় দক্ষের।

উল্লেখ্য, সাশা ও উদয় মার্চ ও এপ্রিল মাসে মারা যায়। সাশার কিডনির অসুখ ছিল আর উদয়ের কার্ডিও-পালমোনারি-ফেলিওর-এর ফলে মৃত্যু হয়। আর এবারে চিতা চিতায় মারামারি করতে গিয়েই প্রাণ হারাল আরও এক চিতা।


Follow us on :