মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার আগেই দিল্লি গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আজ অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর। চলতি সপ্তাহে দিল্লি যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা তাঁর৷ আজ বেলা বারোটায় সংসদের সেন্ট্রাল হলে অমত শাহের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। রাজ্যের বর্তমান পরিস্থিতি ও বেশ কিছু দাবি তিনি পেশ করতে পারেন বলে জানা গেছে। সূত্রের দাবি, শিক্ষাক্ষেত্রে নিয়োগ কাণ্ডে ইডির তদন্ত যাতে আরও গভীরে যায়, তা নিশ্চিত করতে শুভেন্দুর দিল্লি যাত্রা বলে মনে করছে ওয়াকিবহালমহল।
অন্যদিকে আজ রাতে নর্থ অ্যাভেনিউতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও বৈঠক রয়েছে অমিত শাহের। বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।