২০ এপ্রিল, ২০২৪

Earthquake:রাতে তীব্র কম্পনে কেঁপে উঠলো রাজধানী সহ বিস্তীর্ণ এলাকা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-22 11:04:02   Share:   

তীব্র কম্পনে কেঁপে উঠল দিল্লি (Delhi) সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর, মঙ্গলবার রাতে শক্তিশালী কম্পন (Earthquake) অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মূলত আফগানিস্তান হলেও, টানা ২ মিনিট ধরে কেঁপেছে উত্তর ভারতের একাধিক শহর। খবর অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৭। আতঙ্কে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন বহু মানুষ। রাত ১০টা নাগাদ এই ভূমিকম্পের জেরে রাজধানী-সহ বহু শহরের রাস্তায় ভিড় জমে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কম্পন অনুভূত হয়।

কম্পন অনুভূত হয়েছে নয়ডা, গাজিয়াবাদ, জয়পুর এবং কাশ্মীরের বেশ কিছু এলাকায়। ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান ও তার উত্তর-পশ্চিমাংশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭ হতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান এবং চিনের শিনজিয়াংয়েও জোরাল ভূমিকম্প হয় বলেই খবর।


Follow us on :