উত্তরপ্রদেশের অযোধ্যায় সরযূ নদীতে স্নান করতে গিয়ে স্ত্রীকে চুম্বন করায় বেধড়ক মারধর খেতে হল স্বামীকে। নেটমা়ধ্যমে ভাইরাল সেই ভিডিও।
উল্লেখ্য, স্ত্রীকে সঙ্গে নিয়ে স্নান করতে নেমেছিলেন ওই ব্যক্তি। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, অযোধ্যায় সরযূ নদীতে স্নান করতে গিয়ে স্ত্রীকে চুম্বন করায় ওই ব্যক্তিকে গালিগালাজ ও মারধর করা হয়। জলে ডুব দিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছিলেন স্ত্রী। ফলে বারবার স্বামীকে আঁকড়ে ধরেছিলেন তিনি। ওই সময়ই স্ত্রীর গালে একটি চুমু খান ওই ব্যক্তি। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আশাপাশের জনতা।
এও দেখা যায়, এক ব্যক্তি এগিয়ে এসে হুঁশিয়ারি দেন, ‘এটা অযোধ্যা! অযোধ্যায় এ ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।' কথোপকথন চলার মধ্যেই ওই ব্যক্তিকে মারতে শুরু করে ক্ষুব্ধ জনতা। শেষ পর্যন্ত মারতে মারতেই তাঁকে জল থেকে টেনে ঘাটে তুলে দেওয়া হয়।
अयोध्या: सरयू में स्नान के दौरान एक आदमी ने अपनी पत्नी को किस कर लिया. फिर आज के रामभक्तों ने क्या किया, देखें: pic.twitter.com/hG0Y4X3wvO
— Suneet Singh (@Suneet30singh) June 22, 2022
স্ত্রী তাঁর স্বামীকে রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু এতজনকে সামলে উঠতে ব্যর্থ হন।
অযোধ্যা পুলিস জানিয়েছে, আধিকারিকদের এই বিষয়ে তদন্ত করতে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, সরযূ হল গঙ্গার সাতটি উপনদীর একটি এবং হিন্দুদের দ্বারা পবিত্র বলে বিবেচিত হয়। অযোধ্যা, ভগবান রামের জন্মস্থান, সরযূ নদীর তীরে অবস্থিত।