২০ এপ্রিল, ২০২৪

Modi: রাত পোহালেই নতুন সংসদ ভবনের দ্বারোদ্ঘাটন, অধিনামরা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন সেঙ্গোল
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-27 21:12:36   Share:   

আর কিছুক্ষণের অপেক্ষা, রাত পোহালেই দ্বারোদ্ঘাটন হবে নতুন সংসদ ভবনের (New Parliament Building)। ২৮ মে, রবিবার উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন। প্রধানমন্ত্রীর হাত ধরেই এই উদ্বোধন হতে চলেছে। বিশেষ পুজোর মধ্য দিয়েই উদ্বোধন হবে নতুন সংসদ ভবনের। আর তার আগেই আজ অর্থাৎ শনিবার বিকেলে নয়াদিল্লিতে (New Delhi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতীক পবিত্র সেঙ্গোল (Sengol) তুলে দিলেন পবিত্র শৈব মঠ তিরুভাদুথুরাই অধিনামের (Adheenams) সন্ন্যাসীরা। ওই সময় প্রধানমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও।

সূত্রের খবর, রবিবার বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ ভবনের ভিতরে ঐতিহ্যবাহী সেঙ্গোল স্থাপন করা হবে ও এরপর প্রার্থনাসভারও আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, আগামীকাল সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে নতুন সংসদের লোকসভা কক্ষে সেঙ্গোল স্থাপন করা হবে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবন উদ্বোধনের আগেই তাঁর নিজের বাসভবনে অধিনামদের সঙ্গে দেখা করেন। তাঁদের থেকে আশীর্বাদ গ্রহণ করেন ও তাঁর হাতে তুলে দেওয়া হয় সেঙ্গোল। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নতুন সংসদ ভবনে স্পিকারের পাশেই রাখা হবে এই সেঙ্গোল।


Follow us on :