১৭ এপ্রিল, ২০২৪

Accident: তামিলনাড়ুতে ভয়াবহ পথদুর্ঘটনা মৃত ৬, শোক প্রকাশ্য মুখ্যমন্ত্রী স্টালিনের
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-07 18:58:23   Share:   

ভয়াবহ পথদুর্ঘটনা (Road Accident)। গাড়ি ও লরির সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন। দুর্ঘটনাটি চেঙ্গলপাট্টু (Chengalpattu) জেলার মধুরান্থগামে ত্রিচি-চেন্নাই জাতীয় সড়কে (richy-Chennai national highway)। জানা গিয়েছে, ওই গাড়িতে ১৫ জনেরও বেশি লোক ছিল।

প্রথমে টাটা এস গাড়িটির সামনে থেকে লরির সঙ্গে ধাক্কা লাগে। এরপর পিছন থেকে আসা আরেকটি গাড়ি ওই টাটা এসকে ধাক্কা মারে। এর ফলে টাটা এস গাড়িটি দুটি গাড়ির মধ্যে পিষ্ট হয়ে যায়। ছয় জন নিহত হয়েছেন। পাঁচজন গুরুতর আহত। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান।

স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে চেঙ্গলপাট্টু সরকারি হাসপাতালে পাঠায়। অন্যদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিস একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া মৃতদের প্রত্যেক পরিবার পিছু ১ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা জানিয়েছে এবং আহতদের সঠিক চিকিৎসা যাতে হয়, সেই নির্দেশ দিয়েছেন।


Follow us on :