LATEST NEWS
29 May, 2023

Pan: স্বস্তি সাধারণ মানুষের, বাড়ানো হল আধার-প্যান লিঙ্কের সময়সীমা
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-২৮ ১৬:২৮:০৮   Share:   

চিন্তা দূর হল সাধারণ মানুষের। শেষবেলায় আধার-প্যান (Aadhaar-Pan) লিঙ্ক করার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল। ফলে যাঁরা এখনও আধার-প্যান লিঙ্ক করেননি, তাঁদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার। বাড়ানো হল আধার-প্যানের সংযুক্তিকরণের সময়সীমা। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময় বাড়িয়ে দিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার সিবিডিটি জানিয়েছে, করদাতাদের সুবিধার্থের জন্যই আধার ও প্যান কার্ডের নম্বর লিঙ্ক করার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। 

এই নিয়ে সিবিডিটি আধার-প্যান লিঙ্ক করার সময়সীমা পাঁচবার বাড়াল। মার্চ মাসের ৩১ তারিখই শেষদিন ছিল আধার-প্যান কার্ড লিঙ্ক করার জন্য। এর আগেই সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত করেছিল। তবে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধায় না পড়তে হয় তার জন্য কিছু সময় ফের বাড়িয়ে দিল সিবিডিটি। 

Ad code goes here

তবে এখন আধার-প্যান লিঙ্ক করার জন্য ১০০০ টাকা করে জরিমানা দিতে হচ্ছে যা আগে ছিল মাত্র ৫০০ টাকা। তবে ব্যস্ততার মাঝে যাঁদের এই লিঙ্ক করা হয়ে ওঠেনি, তাঁরা কিছুটা স্বস্তি পেলেন। 

Ad code goes here


Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :