২০ এপ্রিল, ২০২৪

Mumbai: টয়লেট ব্যবহারের পর পে না করার অভিযোগ, শৌচালয় কর্মীর মারে নিহত যুবক
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-16 17:23:16   Share:   

সুলভ শৌচালয়ে টাকা দেওয়া নিয়ে শুরু ঝামেলা। তার জেরে খুন (Murder) হতে হল প্রস্রাব করতে আসা এক যুবককে। খুনের অভিযোগ উঠল শৌচালয় ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনাটি বুধবার গভীর রাতে মুম্বইয়ের (Mumbai) দাদর এলাকার। পুলিস সূত্রে খবর, ইতিমধ্যে বিশ্বজিৎ নামে ওই অভিযুক্ত শৌচালয় ম্যানেজারকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। জানা গিয়েছে, নিহত যুবকের নাম রাহুল পওয়ার। এই ঘটনার পিছনে সঠিক কী কারণ তা তদন্ত করছে মুম্বই পুলিস।

জানা গিয়েছে, দাদর বাসস্ট্যান্ডের সামনে এক সুলভ শৌচালয়ের এই ঘটনা। ঘটনার দিন গভীর রাতে রাহুল প্রস্রাব করতে যান। সেসময় বিশ্বজিৎ সেখানকার দেখভালের দায়িত্বে ছিলেন। প্রস্রাব করে টাকা না দিয়ে বেরিয়ে যেতে চান ওই যুবক। তখন বিশ্বজিৎ তাঁকে আটকে, টাকা মিটিয়ে যেতে বলেন। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।

অভিযুক্ত বিশ্বজিতের দাবি, 'রাহুল বিতণ্ডা চলাকালীন হঠাৎ পকেট থেকে ছুরি বের করে আঘাতের হুমকি দেন। এরপর আক্রমণের চেষ্টাও করেন। তখন তিনিও প্রাণ বাঁচাতে একটি কাঠের রড দিয়ে রাহুলের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।'

উল্লেখ্য, গোটা ঘটনায় কার ভূমিকা অপরাধযোগ্য, তদন্ত করে দেখছে মাটুঙ্গা থানার পুলিস।


Follow us on :