ব্রেকিং নিউজ
A-youth-created-ruckus-in-Karnataka-market-while-police-fire-at-his-leg-to-neutralise-
Karnataka: বাজারে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব, ভয় নেই পুলিসকেও! বাগে আনতে পায়ে গুলি পুলিসের

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-02-07 11:20:49


প্রকাশ্য দিবালোকে ভরা বাজারে ছুরি হাতে ঘুরছেন এক যুবক। কখনও বাজারে থাাকা সাধারণ মানুষের দিকে তেড়ে যাচ্ছেন (Knife Attack)। আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছুটে পালাচ্ছিলেন উপস্থিত সকলে। তাঁদের মধ্যেই কেউ একজন প্রকাশ্যে ছুরি নিয়ে ঘোরার কথা পুলিসকে জানান। পুলিস ঘটনাস্থলে আসতেই পুলিসের উপরেও আক্রমণের চেষ্টা করে যুবক। আরও উত্তেজিত হয়ে তাণ্ডব শুরু করে দেন বাজারে। জানা গিয়েছে, ওই অভিযুক্ত যুবকের নাম ফজল ভগবান।

পুলিস জানিয়েছে, ওই যুবক তাঁদের দিকেও তেড়ে আসে। বেশ কয়েকবার ছুরি দিয়ে হামলা চালানোর চেষ্টা করেন। ছুরি ফেলে দিতে বলা হলেও কথা শুনছিলেন না। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে ওই ব্যক্তির পায়ে গুলি চালায় পুলিস। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান তিনি। তারপরই পুলিসকর্মীরা লাঠি নিয়ে মারধর করেন। কেড়ে নেওয়া হয় তাঁর হাতের ছুরিটিও। রবিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালবুর্গির একটি বাজারে।

এরপর গুলিবিদ্ধ ফজলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিস। মানসিক কোনও সমস্যা নাকি এর পিছনে অন্য কারণ ছিল তা খতিয়ে দেখছে পুলিস।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন