২৯ মার্চ, ২০২৪

Killing: 'খুন হতে পারি', থানায় এসে অভিযোগের দিন দুয়েক বাদেই তরুণীর দেহ উদ্ধার
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-05 10:56:43   Share:   

পরিবারের হাতে খুনের আশঙ্কা প্রকাশ করেছিলেন যুবতী। আর এই আশঙ্কা প্রকাশের দু-দিনের মাথায় সেই যুবতীর ঝলসানো দেহাংশ উদ্ধার। নারকীয় এই ঘটনা উত্তরপ্রদেশের হাপুড়ের। মৃতার পরিবারের বিরুদ্ধে খুন ও দেহ পুড়িয়ে ফেলার অভিযোগ। পুলিস সূত্রে খবর, হাফিজপুর থানা এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল যুবতীর। তাঁর পরিবার সেই সম্পর্কের কথা জানতে পারেন। 

সেই সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় যুবতী প্রাণসংশয়ের আশঙ্কা করতে থাকেন। এই আশঙ্কা নিয়ে ওই যুবতী থানায় গিয়ে পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়েরের পর থেকে আর খোঁজ মেলেনি ওই যুবতীর।

গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় থানায় খবর দেওয়া হয়। পুলিস এসে পরিবারের সদস্যদের আটক করে তদন্ত শুরু করে। এতেই আসল ঘটনা বেড়িয়ে আসে। তদন্তের পুলিস জানতে পারে ওই যুবতীকে শ্বাসরোধ করে খুন করেন তাঁর দাদা। দেহ লোপাটের জন্য সকলের চোখ এড়িয়ে গ্রামের এক প্রান্তে নিয়ে গিয়ে সেই দেহ জ্বালিয়ে দেওয়া হয়। হাপুড় পুলিসের এক কর্তা জানান, মীনাক্ষী নামে ওই যুবতীকে খুন করার কথা স্বীকার করেছেন তাঁর দাদা। এই ঘটনায় পরিবারের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।


Follow us on :