১৮ এপ্রিল, ২০২৪

Karnataka: রাস্তায় গর্তের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদ সমাজকর্মীর
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-15 11:48:14   Share:   

কর্ণাটকের (Karnataka) একজন সমাজকর্মী (social worker) উডুপিতে (Udupi) রাস্তায় গর্তের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদে অংশ নিয়েছিলেন। বুধবার নিত্যানন্দ ওলাকাডু উডুপিতে রাস্তা মেরামতের দাবিতে ‘উরুলু সেভ’ (Urulu Seve) নামে এক ধরনের রীতিতে রাস্তায় গড়িয়ে পড়েন।

'উরুলু সেভ' হল একটি রীতি যা সাধারণত মন্দিরে পুজো দেওয়ার সময় করে থাকেন ভক্তরা। আর তিনি সমাজের কল্যাণের জন্য মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন। তিনি একটি নারকেল ভেঙে রাস্তার গর্তে ‘আরতি’ দিয়ে প্রতিবাদ শুরু করেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, তিন বছর আগে রাস্তার জন্য একটি টেন্ডার বরাদ্দ হওয়া সত্ত্বেও উডুপি-মনিপাল জাতীয় সড়কের প্রসারিত রাস্তাটি করুণ অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, কেউ কোনও ইস্যু তুলছে না। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে। এমনকি মুখ্যমন্ত্রীও এই রাস্তা পার করেছেন। রাস্তা মেরামতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির এখানে আসা উচিত বলে তিনি দাবি করেন।


Follow us on :