১৯ এপ্রিল, ২০২৪

Crime: এটিএম ভাঙতে গিয়ে পুলিসের তাড়া! বাঁচতে ড্রেনে ঝাঁপ চোরের, তারপর...
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-05 11:31:24   Share:   

মাঝরাতে এটিএম (ATM Break) ভেঙে টাকা চুরি করতে গিয়ে বিপত্তি। সাইরেন বেজে ওঠায় সতর্ক হয়ে যায় পুলিস। পুলিসের তাড়া খেয়ে দৌড়ে নর্দমায় ঝাঁপ মেরেও শেষরক্ষা হয়নি। তাঁকে ধরে ফেলেন এক পুলিসকর্মী। ঘটনাটি দিল্লির (Delhi Incident) বুরারি এলাকার। অভিযুক্তের নাম অর্জুন ওরফে পণ্ডিত। শুক্রবার রাত ২টো নাগাদ স্থানীয় একটি এটিএম মেশিন ভাঙতে গিয়েছিলেন তিনি। পরিকল্পনামাফিক যুবক প্রথমে সিসি ক্যামেরা খুলে নিয়েছেন। তারপর মেশিন ভাঙার চেষ্টা করেন। কিন্তু মেশিন ভাঙতে গেলেই আপৎকালীন সঙ্কেত হিসাবে সাইরেন বেজে ওঠে। সতর্ক হয়ে যায় পুলিস। দ্রুত এলাকার স্টেশন হাউস অফিসারের (SHO) কাছে এটিএম থেকে টাকা চুরির খবর যায়। তিনি চোরকে চিহ্নিত করে তাঁর পিছনে ধাওয়া করেন।

গ্রেফতারি এড়াতে একটি নর্দমায় ঝাঁপ মারেন যুবক। কিন্তু তাতে তিনি পার পাননি। পুলিসকর্মীও নর্দমায় ঝাঁপিয়ে যুবকের পা ধরে তাঁকে গ্রেফতার করেন। তাঁর থেকে উদ্ধার হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া যুবকের কাছে তালা ভাঙার বিভিন্ন যন্ত্রপাতিও ছিল বলে জানিয়েছে পুলিস। এটিএম থেকে কোনও টাকা হাতাতে পারেনি অভিযুক্ত।


Follow us on :