১৯ এপ্রিল, ২০২৪

Delhi: ধর্ষণ-খুনে সাজাপ্রাপ্ত ব্যক্তি জেল থেকে বেড়িয়েই ফের খুনের অভিযোগে গ্রেফতার দিল্লিতে
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-04 17:19:41   Share:   

এক তরুণীকে খুন-ধর্ষণের (Rape-Murder) অভিযোগ, ২০১২ সালে দিল্লির আদালত বিনোদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এই ঘটনায় সাজাপ্রাপ্ত বিনোদকে গত নভেম্বরে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। আবার তিন মাসের মধ্যে খুনের অভিযোগে গ্রেফতার বিনোদ। সাম্প্রতিক ঘটনা দিল্লির (Delhi Incident) দ্বারকার। এবার বিনোদ ও তার এক শাগরেদের বিরুদ্ধে এক অটো চালককে খুনের (Murder) অভিযোগ উঠেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অটো চালকের থেকে প্রথমে লুটপাটের চেষ্টা করেন বিনোদ ও তার শাগরেদ। সম্ভবত লুটে বাধা পেয়ে খুন করা হয় তাঁকে। গত ২৬ জানুয়ারি দ্বারকার সেক্টর-১৩-র এই ঘটনায় যাত্রী সেজে অটোতে ওঠেন দুই অভিযুক্ত। 

তারপর বিনোদই সেই অটো চালকের গলা কেটে খুন করে বলে অভিযোগ। প্রথমে এই দুষ্কর্মে বিনোদের শাগরেদ পবনকে জেরা করে পুলিস। সেই জেরার সূত্র ধরে ২৯ জানুয়ারি মূল অভিযুক্ত বিনোদের খোঁজ পায় পুলিস। জানা গিয়েছে, ২০১২-র চাওলা গণধর্ষণ মামলাতেও যুক্ত ছিল অপরাধী বিনোদ। এই মামলায় গণধর্ষণ-খুনের অভিযোগ বিনোদ-সহ তার তিন শাগরেদের বিরুদ্ধে। ঘটনার তিন দিন পর তরুণীর দেহ উদ্ধার করে পুলিস। ২০১৪ সালে তিনজনকে বিরলতম অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয় দিল্লি আদালত। 


Follow us on :