LATEST NEWS
29 May, 2023

Molestation: ভোপালে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে কাঠগড়ায় পুলিস
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-০৯ ১৮:০৩:০৮   Share:   

এক পুলিসকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি মধ্যপ্রদেশের(Madhya Pradesh) রাজধানী ভোপালের। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, আলো-আঁধারি একটি রাস্তায় অপেক্ষায় থাকা এক মহিলার সামনে বাইক নিয়ে দাঁড়ালেন এক পুলিসকর্মী। তারপরই মহিলার হাত ধরে টানাটানি শুরু করে দেন অভিযুক্ত। এমনকি মহিলার শ্লীলতাহানিও করেন তিনি। কোনওরকমে মহিলাটি পুলিসকর্মীর হাত ছাড়িয়ে রাস্তার অপর প্রান্তে চলে যান। গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়।  

তবে এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং বিজেপি সরকারের পুলিস প্রশাসনকে আক্রমণ করেছে কংগ্রেস। রাজ্য মহিলা কমিশনের সদস্য তথা কংগ্রেস নেতা সঙ্গীতা শর্মা বলেন, 'বিজেপি শাসিত রাজ্যে রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে। রাজ্য পুলিসের অমানবিক মুখ প্রকাশ্যে এল। যা এই ভিডিওতে দেখা যাচ্ছে, তা সত্যিই লজ্জাজনক।' এমনকি ওই পুলিসকর্মীর কঠোর শাস্তির দাবি তুলেছেন সঙ্গীতা।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :