২৪ এপ্রিল, ২০২৪

Theft: চোখের ভুল, দরজা দিয়ে পালাতে গিয়ে সোজা দেওয়ালে গিয়ে ধাক্কা! বমাল ধৃত চোর
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-09 19:42:01   Share:   

চোরের উপর বাটপারি। তবে এই বাটপারি আর কেউ নয়, যে দরজা দিয়ে পালানোর কথা ভেবেছিল চোর, সেই দরজা করেছে। শুনে একটি হাসি পেলেও, এমনটাই হয়েছে এক চোরের সঙ্গে। একটি ব্যাগের শোরুমে ঢুকেছিল এক কিশোর। সেখানে গিয়ে অনেক্ষণ ধরে ঘাঁটাঘাঁটি করতে থাকে। এরপর সবচেয়ে দামি ব্যাগটি খুঁজে বের করে সেটা নিয়ে পালানোর পরিকল্পনা করে। সেই মতো পালানোর রাস্তায় দেখে রাখে। কিন্তু সেটাই যে তার জন্য ফাঁদ ছিল, তা হয়তো ভ্রূণাক্ষরেও টের পায়নি। ব্যাগ নিয়ে ছুটে পালতে গিয়ে কাচের দরজায় ধাক্কা খায় কিশোর চোরটি। ছিটকে পড়ে দূরে। তখনই শোরুমের নিরাপত্তারক্ষীরা এসে ধরে ফেলেন। ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের বেলভিউয়ের একটি শোরুমে।

একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কিশোর ১৫ লাখের একটি ব্যাগ চুরি করে নিয়ে পালাতে গিয়েছিল। কিন্তু দরজা ভেবে যে দিক দিয়ে বেরোনোর চেষ্টা করেছিল, সে দিকটা পুরোটাই কাচে ঘেরা ছিল। দরজা ছিল তার ঠিক পাশেই। কিন্তু চোখের ভুলে দেওয়ালকে দরজা ভেবে দৌড়ে গিয়ে সজোরে ধাক্কা খেয়ে মেঝেতে আছড়ে পড়ে। তারপরই হাতেনাতে ধরা পড়ে যায় সে। এই ঘটনায় রীতিমত হৈচৈ পড়ে গিয়েছে।


Follow us on :