২৯ মার্চ, ২০২৪

Modi: কর্নাটকে নিরাপত্তা ভেঙে প্রধানমন্ত্রী মোদীর সামনে যুবক! সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-12 18:22:50   Share:   

পঞ্জাবের পর এবার কর্নাটক (Karnataka), ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদের বড়সড় অভিযোগ। হাতে মালা নিয়ে হুব্বালিতে রোড শো চলাকালীন নরেন্দ্র মোদীর নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়লেন এক যুবক। যদিও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা (SPG) তাঁকে সময়ে সরিয়ে দিতে সমর্থ হয়েছেন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা ভিভিআইপি নিরাপত্তা ভেঙে কীভাবে নরেন্দ্র মোদীর (PM Modi) কাছ পর্যন্ত চলে এলেন ওই যুবক। জানা গিয়েছে, বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব উৎসব উপলক্ষে হুব্বালি গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার হুব্বালিতে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রোড শো করছিলেন প্রধানমন্ত্রী। গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে রাস্তার দু'পাশে থাকা জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন মোদী। সেই সময় দেখা গিয়েছে এক যুবক মালা হাতে তাঁর গাড়ির সামনে চলে আসেন। যুবক হাতে থাকা মালা প্রধানমন্ত্রীকে দেওয়ার চেষ্টা করতেই তাঁকে সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু নরেন্দ্র মোদী ওই যুবকের থেকে শেষ মুহূর্তে মালাটি নেন এবং গাড়ির বনেটে রাখেন।

এ প্রসঙ্গে উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। তার বাইরের অংশে নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। সেই দ্বি বা ত্রিস্তরীয় বলয় ভেঙে কী ভাবে যুবক ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


Follow us on :