LATEST NEWS
29 May, 2023

Murder: সম্পত্তিগত বিবাদের বলি সাত বছরের শিশু, শিলচরে হাড়হিম কাহিনী
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-১৩ ১২:৫৯:০৪   Share:   

পরিবারের সদস্যের হাতে খুন (Child Murder) সাত বছরের এক শিশু। সম্পত্তিগত বিবাদে  মতবিরোধ চলছিল কয়েকদিন ধরে। অসমের (Assam Incident) শিলচর এলাকার এই খুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য। জানা গিয়েছে, শনিবার পারিবারিক এই বিবাদ বিশাল আকার নেয়। সে সময় বাড়ির অন্য সদস্যরা রাগের মাথায় উত্তেজিত হয়ে এক মহিলার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসেন। তা দেখে বাড়ির ছোটো সদস্যরা ভয়ে মা-কে জড়িয়ে ধরতেই এক শিশুর গায়ে ছুরি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই খুদের। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। 

সূত্রে খবর, শনিবার দুপুরের এই খুনের ঘটনা চাউর হতেই তদন্তে নামে পুলিস। এই ঘটনার ভিত্তিতে কঠিন পদক্ষেপ নেয়। স্থানীয় সূত্রের খবর, সম্পত্তিগত বিবাদে প্রায় অশান্তি লেগে থাকতো ওই বাড়িতে। ঘটনার দিন চরম আকার নেয় ঝামেলা।ঝামেলা গড়ায় খুনোখুনিতে। মৃত শিশুর মাকে মারতে উদ্যত হয় পরিবারের অন্য সদস্যরা। যার ফলে আচমকাই ছুরির ঘা গিয়ে লাগে শিশুর শরীরে। পুলিস জানিয়েছে, খুনের এই ঘটনায় অভিযুক্ত ধরা পড়েছে। এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Ad code goes here


Ad code goes here

Ad code goes here

Follow us on :