২০ এপ্রিল, ২০২৪

Accident: মধ্য প্রদেশে দুর্ঘটনার কবলে পড়ুয়া বোঝাই বাস, মৃত এক! আহত অন্তত ১৬
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-19 18:24:37   Share:   

পড়ুয়া বোঝাই বাস মানেই একসঙ্গে পড়ুয়াদের (Student) হৈচৈ। কিন্তু সেই আনন্দ নিমেষে ওলোট-পালট হয়ে গেল। বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত অন্তত ১৬ জন পড়ুয়া। মৃত্যু (Death) হয়েছে বাসের এক কর্মীর। রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পান্না জেলায়।

পুলিস সূত্রে খবর, কেরলের ত্রিশূরের একটি কলেজের পড়ুয়ারা পরীক্ষা সংক্রান্ত কোনও প্রজেক্টের কাজে বাসে করে মধ্যপ্রদেশের কাটনিতে যাচ্ছিলেন। ওই বাসে ৩২ জন পড়ুয়া ছিল। যাওয়ার পথে পান্না জেলার কুয়াখেদা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। সব পড়ুয়া কম-বেশি আহত হয়েছেন। আর ঘটনাস্থলেই মারা গিয়েছেন বাসের এক কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। স্থানীয়রাও উদ্ধার কাজে সাহায্য করেন। দ্রুত উদ্ধার কাজ শেষ করে ১৬ জন পড়ুয়াকে তাঁরা রাইপুরার সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তার মধ্যে দু’জন পড়ুয়ার মাথায় আঘাত লাগে। তাঁদের জবলপুরে স্থানান্তরিত করা হয়েছে। এক পড়ুয়ার পা ভেঙে গিয়েছে, তাঁকেও জবলপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। পুলিস গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। 


Follow us on :