১৯ এপ্রিল, ২০২৪

Haryana: সততার জন্য পুরস্কৃত হয়েও ঘুষ নেওয়ার অভিযোগ, হরিয়ানায় গ্রেফতার মহিলা এএসআই
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-31 16:10:03   Share:   

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার এক মহিলা সাব-ইনস্পেক্টর। একটি মামলার জন্য ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ওই মহিলা পুলিস। সততা এবং ভাল কাজের জন্য এ বছর তাকে প্রজাতন্ত্র দিবসে সম্মানিত করা হয়েছিল। মহিলা ইন্সপেক্টরের নাম মুন্নি (এএসআই)। এবার তার বিরুদ্ধে উঠেছে ঘুষের অভিযোগ। এনসিআইবি সূত্রে খবর, ভবানীখেড়া থানায় একটি মামলার জন্য এক মহিলার কাছ থেকে ৫ হাজার টাকা ধুষ নেন মুন্নি। মঙ্গলবার থানায় হাজির হয়েছিলেন মহিলা। ভিজিল্যান্স কর্তারা মহিলাকে জিজ্ঞাসা করতেই তিনি অভিযোগ করেন, এএসআই মুন্নি দেবী তাঁকে ঘুষ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।

মঙ্গলবার হিসার এবং ভবানীখেড়ার ভিজিল্যান্স বিভাগের আধিকারিকরা ভবানীখেড়া থানায় হাজির হয়েছিলেন। ভিজিল্যান্স সূত্রে খবর, মুন্নির কাছ থেকে ৫ হাজার টাকা উদ্ধার হয়। তারপরই ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। হাতেনাতে ধরা পড়ার পরেও মহিলা এএসাই দাবি করেন,তিনি কোনো ঘুষ নেয়নি। তিনি নির্দোষ। 


Follow us on :