২৪ এপ্রিল, ২০২৪

TTE: বিনা টিকিটের যাত্রী থেকে এক অর্থবর্ষে কোটি টাকা ফাইন আদায় টিটি-র!
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-24 10:21:52   Share:   

বিনা ট্রেন টিকিটের যাত্রীদের জরিমানা করে রেলের (Indian Railway) হাতে তুলে দিলেন ১ কোটি টাকা। নেপথ্যে দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক (TTE) রোজালিন আরোকিয়া মেরি। জানা গিয়েছে, দক্ষিণ রেলের টিকিট ইনস্পেক্টরের পদে কর্মরত রোজালিন। ২০২২-২৩ অর্থবর্ষে এই পরিমাণ জরিমানার অর্থ সংগ্রহ করে রেলের হাতে তুলে দিলেন তিনি।   

এই নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন রোজালিন। এই বিষয়ে রেল মন্ত্রক রোজালিনের একটি ছবি দিয়ে টুইটারে লিখেছে, 'নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্যে অবিচল ছিলেন রোজালিন আরোকিয়া মেরি। দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক হিসাবে বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করে ১ কোটি ৩ লক্ষ টাকা সংগ্রহ করেন তিনি।' 

শুধু রোজালিনই নয়, ২০২২-২৩ অর্থবর্ষে ২৭ হাজার ৭৮৭ জন বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করে ১ কোটি ৫৫ লক্ষ টাকা সংগ্রহ করেন চেন্নাই ডিভিশনের এস নন্দকুমারও। তাঁর এই কৃতিত্বের জন্য দক্ষিণ রেলের তরফে পুরস্কারও দেওয়া হয়েছে নন্দকুমারকে।


Follow us on :