গোরক্ষনাথ মন্দির হামলায় দোষী সাব্যস্ত মুর্তজা আব্বাসিকে মৃত্যুদণ্ড (Death Sentence) দিল এনআইএ-র বিশেষ কোর্ট। গত এপ্রিলে উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরে (Gorkahnath Temple Attack) মোতায়েন নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল মুর্তজা। পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার সে। উত্তর প্রদেশ (Uttar Pradesh) পুলিসের এডিজি প্রশান্ত কুমার জানান, ভারতীয় দণ্ডবিধির ১২১ ধারায় মুর্তজাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধইর ৩০৭ ধারায় তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল।
এদিকে, যৌথবাহিনীর উপর হামলার অভিযোগে গ্রেফতার এক মাওবাদী নেত্রী। রবিবার ছত্তিশগড়ের বিজাপুর থেকে এনআইএ গ্রেফতার করে মাওবাদী নেত্রী কমলাকে। বছর দুয়েক আগে কমলার নেতৃত্বাধীন মাও হামলায় মৃত্যু হয়েছিল ২২ জওয়ানের। সেই নাশকতায় জখম হয়েছিলেন ৩০ জন।
এনআইএ সূত্রে খবর, বিজাপুরের এক গ্রামে পুলিস-আধা সেনার যৌথ বাহিনীর উপরে হামলার সঙ্গে যোগ রয়েছে কমলার। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এই নাশকতার তদন্তে নেমে এনআইএ জানতে পারে, বিজাপুরের ভোপালপত্তনমে লুকিয়ে রয়েছেন এক মাও নেত্রী। এরপরই তাঁরা ওই মাওবাদী নেত্রীকে জালে পুরতে তৎপর হয়েছিলেন। সোমবার কমলাকে তোলা হয়েছিল জগদলপুরে এনআইএ-র বিশেষ আদালতে।