ব্রেকিং নিউজ
A-CRPF-personnel-commits-suicide-at-IB-officer-residence-in-Delhi
CRPF: সার্ভিস রাইফেল চালিয়ে আইবি কর্তার বাংলোয় আত্মঘাতী সিআরপিএফ জওয়ান, নেপথ্যে অবসাদ?

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-02-04 15:29:33


ইন্টালিজেন্স ব্যুরো বা আইবি কর্তার সরকারি বাংলোয় আত্মঘাতী এক সিআরপিএফ জওয়ান। তুঘলক রোডের এই ঘটনা শুক্রবার সন্ধ্যার বলে জানিয়েছে দিল্লি পুলিস। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আত্মঘাতী ৫৩ বছরের রাজবীর কুমার সিআরপিএফের এএসআই পদে কর্মরত ছিলেন। আইবি ডিরেক্টরের বাড়ির নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বাহিনীতে ছিলেন তিনি। নিজের সার্ভিস রাইফেল কালাশনিকভ থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন রাজবীর।

জানা গিয়েছে, কয়েক দিনের ছুটি কাটিয়ে শুক্রবারই বাড়ি থেকে ফিরেছেন রাজবীর। যোগ দেন কাজেও। তাই পারিবারিক কারণে মানসিক অবসাদে ভুগে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা। আইপিসির ১৭৪ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিস।

যদিও এই ঘটনার পরে আইবি কর্তার নিরাপত্তা সুরক্ষিত, এমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন