Uttar Pradesh: পঞ্চম দফায় ভোট বিমুখ উত্তরপ্রদেশ, ভোট পড়েছে ৫৩.৯৮ শতাংশ
উত্তর প্রদেশে (Uttar Prades Vote) চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ। রবিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বেলা ৫টা অবধি ভোট দানের হার ৫৩.৯৮ শতাংশ। এদিন ১২ জেলার ৬১টি আসনে চলছে ভোট গ্রহণ (Assembly Election 2022)। মোট ২ কোটি ২৪ লক্ষ মানুষ এদিন ৬৯২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।
এদিন অযোধ্যা, আমেঠি, রায়বরেলির মতো আসনে চলছে ভোট গ্রহণ। এর পাশাপাশি সুলতানপুর, চিত্রকূট, প্রতাপগড়, কৌশাম্বি, প্রয়াগরাজের মতো জেলায় চলছে পঞ্চম দফায় ভোট গ্রহণ। এই দফায় উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্য, সিদ্ধার্থনাথ সিংয়ের মতো পরিচিত প্রার্থীদের ভাগ্য ব্যালটবন্দি হবে। ৭ দফায় এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ এবং ৭ মার্চ শেষ দ'দফায় ভোট গ্রহণ, ফোল ঘোষণা ১০ মার্চ।