২৮ মার্চ, ২০২৪

Earthquake: ৫.৮ মাত্রার কম্পনে কাঁপলো দিল্লি-সহ উত্তর ভারত, কেন্দ্রস্থল তিব্বত সীমান্ত
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-24 17:02:31   Share:   

ভূমিকম্পে (Earthquake) কাঁপলো রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ। মঙ্গলবার দুপুরে হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে (Richter Scale) প্রায় ৫.৮। এই কম্পনের রেশ ছিল প্রায় ২৫ সেকেন্ড। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ২০২১-র ১২ ফেব্রুয়ারি জোরালো ভূমিকম্পে কেঁপেছিল দিল্লি (Delhi Earthquake)।

রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.৩। দিল্লির পাশাপাশি মঙ্গলবার উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়। সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্তে। ফলে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেড়িয়ে আসেন। একই চিত্র দেখা গিয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা-সহ উত্তর ভারতের কিছু রাজ্য।


Follow us on :