দম্পতির ব্যাগ থেকে উদ্ধার হল ৪৫টি পিস্তল। বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীদের কার্যত চক্ষু চড়কগাছ। ঘটনাটি ঘটেছে বুধবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে। পুলিস ওই দম্পতিকে গ্রেফতার করে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ধৃত দম্পতির নাম জগজিৎ সিং এবং জসবিন্দর কউর। তাঁরা ভিয়েতনাম থেকে দিল্লিতে ফিরছিলেন। বিমানবন্দর থেকে তাড়াহুড়ো করে বেরোতে দেখে সন্দেহ হয়েছিল শুল্ক দফতরের আধিকারিকদের। দম্পতির পথ আটকে তাঁদের ব্যাগ চেক করতেই রীতিমতো স্তম্ভিত হয়ে গেলেন আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, এগুলো বিদেশ থেকেই আনা পিস্তল। ৪৫টি পিস্তলের আনুমানিক মূল্য সাড়ে ২২ লক্ষ টাকা।
পুলিস সূত্রে খবর, ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাঁরা ভিয়েতনাম থেকে প্যারিস হয়ে দিল্লিতে এসেছিলেন। ধৃত জগজিৎ সিং-এর ভাই মনজিৎ সিং তাঁদের এই পিস্তলগুলি দিয়েছেন। কিন্তু মনজিৎ সিং-এর বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সবটাই তদন্ত সাপেক্ষ।