সোমবার ভোরে রাজস্থানের (Rajasthan) সিকারের খাতু শ্যাম জি মন্দিরে (Khatu Shyam Ji temple) পদদলিত হয়ে মৃত্যু (Death) হয়েছে তিনজনের। আহত হয়েছেন আরও ২জন। আহত দু'জনকে চিকিৎসার জন্য জয়পুরের একটি হাসপাতালে (Jaipur Hospital) স্থানান্তর করা হয়েছে।
ভোর ৫টার দিকে মন্দিরের প্রবেশমুখে পদদলিত হয় সকলে। আজ, সোমবার চন্দ্র ক্যালেন্ডারের ১১ তম দিন। খাতু শ্যাম জির দর্শনের জন্য শুভ বলে মনে করা হয়, যাকে ভগবান কৃষ্ণের অবতার বলে মনে করা হয়।
পুলিস জানায়, মন্দিরের বাইরে বিশাল ভিড় জড়ো হয়েছিল দরজা খোলার অপেক্ষায়। গেট খোলার সঙ্গে সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। যার ফলে তার পিছনে থাকা অন্যরাও পড়ে যায়। এমতাবস্থায় তিন মহিলা প্রাণ হারান এবং দুজন আহত হন।
পুলিস এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিকারের পুলিস এসপি কুনওয়ার রাষ্ট্রদীপ জানিয়েছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।