Share this link via
Or copy link
অবিশ্বাস্য রেকর্ড তৈরি করেছে কেরল-ভিত্তিক এসডব্লিউএ ডায়মন্ডস। প্রতিষ্ঠানটির তৈরি একটি হীরার আংটি স্থান পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রের্কডসে। সর্বাধিক হীরা বসানো এই আংটি "স্পার্কলিং" রেকর্ড ভেঙেছে। ৫ মে কেরলের কারাথোডে ওই সংস্থাটি রেকর্ডটি গড়ে।
মাশরুম-থিমযুক্ত এই আংটির নাম অমি। এটি তৈরিতে ২৪ হাজার ৬৭৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করা হয়েছে। এসডব্লিউএ ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল গফুর আনাদিয়ান বলেন, মাশরুম অমরত্ব ও দীর্ঘায়ুকে প্রতিনিধিত্ব করে। আর 'অমি', সংস্কৃত শব্দে যার অর্থ অমরত্ব।
তিনি আরও বলেন, এই আংটিটি তাঁদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল। সংস্থাটি জানায়, এই আংটির ওজন ৩৪০ গ্রাম এবং দাম প্রায় ৯৫ হাজার ২৪৩ ডলার।
View this post on InstagramAd code goes here
গিনেস ওয়ার্ল্ড রের্কডস তাদের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও আপলোড করে এই আংটির বিষয়ে সমস্ত বিবিরণ দেয়। এসডব্লিউএ ডায়মন্ডস তাদের ব্র্যান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এবং তাদের কাজের জন্য দৃশ্যমানতা বাড়াতে রেকর্ড-ব্রেকিং রিংটি তৈরি করেছিল বলে জানায় গিনেস ওয়ার্ল্ড রের্কডস।
উল্লেখ্য, সুন্দর এই আংটি তৈরি করতে তিন মাস সময় লেগেছে অলঙ্কার তৈরির প্রতিষ্ঠানের। আগের রেকর্ডটি মিরাট-ভিত্তিক জুয়েলার্স হর্ষিত বনসালের দখলে ছিল, যিনি ১২,৬৩৮টি হীরা দিয়ে একটি আংটি তৈরি করেছিলেন।