২৯ মার্চ, ২০২৪

Uttar Pradesh: বিষাক্ত ফল খেয়ে অসুস্থ ১৬ শিশু, ভর্তি হাসপাতালে
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-06 10:35:14   Share:   

ফের বিষাক্ত ফল (Poisonous Fruit) খেয়ে অসুস্থ শিশু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মির্জাপুরের চুনার থানা এলাকায়। জানা গিয়েছে, খেলতে গিয়ে একধরনের ফল নজরে পড়ে শিশুদের। সেই ফলকে বাদাম ভেবে খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১৬ জন শিশু। দ্রুত অসুস্থ শিশুদের ভর্তি করানো হয়েছে ডিভিশনাল হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ শিশুদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

স্থানীয় সূত্রে খবর, রবিবার কাশিরাম আবাস কলোনিতে জীবন বিমা নিগম (এলআইসি)-এর ক্যাম্পাসের মাঠে খেলছিল ওই শিশুরা। সে সময় বাদাম ভেবে বিষাক্ত জাট্রোফা ফল খেয়ে ফেলে তারা। তারপর থেকেই পেটে ব্যথা, বমি শুরু হয় শিশুদের। প্রথমে তাদের চুনারের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ডিভিশনাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আক্রান্ত শিশুর আত্মীয় জয় কুমারী জানিয়েছেন, শিশুরা বাদাম ভেবে কালো ফল খেয়েছিল। স্কুল থেকে এসে খেলতে গিয়েছিল। কয়েক ঘণ্টা পর পেটে ব্যথার পাশাপাশি ডায়রিয়া শুরু হয়।


Follow us on :