ফের ট্রেনের মহিলা কম্পার্টমেন্টে শ্লীলতাহানির অভিযোগ। দমদম থেকে শিয়ালদহ আসার পথে চলন্ত ট্রেনের ফাঁকা মহিলা কামরায় তাঁর শ্লীলতাহানি করে এক যুবক। অথচ কামরায় কোনও রক্ষীর দেখা মেলেনি। এমনই অভিযোগ এক তরুণীর।
বছর ২৪-এর বেহালার এই তরুণী পেশায় একজন ট্যাটুশিল্পী। শুক্রবার ট্যাটু করার জন্য শিয়ালদহ থেকে ট্রেন ধরে ফুলিয়া যান। সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে তাঁর কাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার ডাউনে লোকাল ট্রেন ধরেন। সন্ধ্যাবেলায় ট্রেনের মহিলা কম্পার্টমেন্টে তিনি ওঠেন। ক্লান্ত থাকার জন্য ট্রেনের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়েন বলে দাবি তাঁর। দমদমে ঘুম ভাঙলে বুঝতে পারেন, তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তাঁর। ঘুম ভেঙে তাকিয়ে দেখেন, সামনে একজন ব্যক্তি এবং লেডিস কম্পার্টমেন্টে আর কোনও মহিলা নেই। মহিলার অভিযোগ, শ্লীলতাহানিতে বাধা দিতে গেলে তাঁকে মারধর করে ওই ব্যক্তি।
এখানেই শেষ নয়, মহিলার কাছ থেকে টাকা চায় সে। গলায় সোনার চেন আছে কিনা, মহিলার গলায় হাত দিয়ে দেখে এই ব্যক্তি, এমনই দাবি মহিলার। ঘটনার আকস্মিকতায় কী করবেন, তিনি বুঝে উঠতে পারছিলেন না। এরপর হঠাৎ ফেসবুক লাইভ করার বুদ্ধি খেলে তাঁর মাথায়। যেমন ভাবা তেমন কাজ। অভিযুক্তকে আইডেন্টিফাই করতে সতর্কতার সঙ্গে লাইভ শুরু করেন বলে দাবি মহিলার।
এদিকে ট্রেনটি গ্যালপিং থাকায় বিধাননগর স্টেশনে থামেনি। এমনকী চলন্ত ট্রেনে ইমার্জেন্সি চেন টেনেও ট্রেন থামেনি বলে দাবি তাঁর। শেষে শিয়ালদহে ট্রেনটি ঢোকার মুখে গতি কমতেই ওই ব্যক্তি ট্রেন থেকে নেমে যায় বলে জানান মহিলা। অসহায় মহিলা কোনওরকমে ট্রেন থেকে নেমে শিয়ালদহ জিআরপিতে গিয়ে অভিযোগ জানান। দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন মহিলা।
এই ঘটনায় প্রশ্নের মুখে ট্রেনে মহিলাদের সুরক্ষা।