Share this link via
Or copy link
ফের শহরে রহস্যমৃত্যু! কলকাতার (Kolkata) আনন্দপুর এলাকার একটি আবাসন থেকে উদ্ধার হয়েছে এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ। এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছে কলকাতায়। প্রাথমিক সূত্রে পুলিসের অনুমান, স্ত্রীকে খুন করে আবাসনের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ।
সূত্রের খবর, সোমবার রাত আনুমানিক ন'টা নাগাদ আবাসনের চার তলা থেকে ঝাঁপ দেন ৭৫ বছরের অমূল্য সমাদ্দার। ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে প্রায় সঙ্গে সঙ্গেই ছুটে যান স্থানীয়রা। গিয়ে দেখেন বীভৎস সেই দৃশ্য। পাশেই রয়েছে এই দম্পতির মেয়ের বাড়ি। মেয়ে এসে ফ্ল্যাটে গিয়ে দেখেন ঘরের দরজা তালা বন্ধ। তালা ভেঙে ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর মা ৭০ বছর বয়সী গীতা সমাদ্দার। পাশেই পড়ে রয়েছে রক্তমাখা একটি কাঁচি। অনুমান স্ত্রীর গলার নলি কেটে হত্যা করেছেন ওই বৃদ্ধ।
জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই বৃদ্ধ দম্পতি। সম্প্রতি তাঁদের চিকিৎসার বেশ কিছু রিপোর্ট খারাপ আসে। অনুমান করা হচ্ছে, সেই অবসাদের জেরেই এরকম দুর্ঘটনা ঘটিয়েছেন তাঁরা। যদিও এই ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিস দুটি দেহই উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মনে করা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।