২৩ সেপ্টেম্বর, ২০২৩

Sougata Ray: 'নির্দল কাউন্সিলরকে তৃণমূল কাউন্সিলর' মন্তব্য সাংসদ সৌগত রায়ের
CN Webdesk      শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৩   Share:   

দক্ষিণেশ্বরের পর এবার দমদমে বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। নির্দল কাউন্সিলরকে আমাদের কাউন্সিলর বলে ভরা মঞ্চে মন্তব্য করেন তিনি। পয়লা বৈশাখের শুভ দিনে ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত দমদম থানা ভেঙে নাগেরবাজার থানার উদ্বোধন করা হয়। নতুন সেই থানার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংসদ সৌগত রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'আমরা বিভিন্ন মিটিংয়ে দাবি করি আমাদের একজন কাউন্সিলর আছে দেবাশীষ, সে সবসময় বলে আগে ছিল বোমার দমদম এখনো সংস্কৃতির দমদম। এখানে নাট্য উৎসব হয়, চলচ্চিত্র উৎসব হয়। দমদম এখন বোমার দমদম নয় সংস্কৃতির পীঠস্থান।'

এ প্রসঙ্গে উল্লেখ্য, দেবাশীষ নামে যে কাউন্সিলরের নাম শোনা গিয়েছে সাংসদের গলায়, তিনি আগে দক্ষিণ দমদম পুরসভার ১৫নং ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর ছিলেন। এবার পুরভোটে তিনি তৃণমূলের টিকিট পায়নি। নির্দল হিসেবে লড়ে তৃণমূল প্রার্থীর জামানত জব্দ করেন। তবে ওই কাউন্সিলর এখন দলের বাইরে। এহেন এক কাউন্সিলরের নাম করে স্বাভাবিকভাবেই ফের নতুন বিতর্কের সৃষ্টি করলেন সাংসদ। প্রশ্ন উঠছে তাহলে কি নির্দল কাউন্সিলরদের ফের দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে?


Follow us on :