সুপারকে কোচবিহার যক্ষ্মা হাসপাতালে বদলির দিনেই পাভলভ হাসপাতাল পরিদর্শন করল রাজ্য মহিলা কমিশন। কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল এই হাসপাতাল ঘুরে দেখেন। একাধিক ইস্যুতে যারপরনাই অসন্তোষ প্রকাশ করে কমিশন। এদিন হাসপাতাল ঘুরে লীনা বলেন, 'হাসপাতালের রোগী-কর্মী অনুপাত অনেক কম। আগে যা দেখে গিয়েছিলাম, এখনও তা-ই। তবে রোগীদের বেঁধে বা আটকে রাখার মতো দৃশ্য চোখে পড়েনি। হাসপাতালের পুরনো বিল্ডিংকে মানুষের থাকার যোগ্য করে তুলতে হবে। অত্যন্ত অপরিছন্ন ওই বিল্ডিং মানুষ থাকার যোগ্য নয়।'
তিনি বলেন, 'যে সব রোগীরা সুস্থ হয়েছেন অথচ পরিবার ফিরিয়ে নিতে চাইছে না, তাঁদের সেফ হোমে স্থানান্তরিত করা হোক। এই সুপারিশ আমি স্বাস্থ্য দফতরকে পাঠাবো। নতুন বিল্ডিংয়ে কিছু রোগী স্থানান্তরিত করা হলে, পুরনো বিল্ডিংয়ের উপর চাপ কমবে।'
বৃহস্পতিবার বিকেলে পাভলভে মহিলা কমিশনের এই প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বেনিয়াপুকুর থানার পুলিশ আধিকারিকেরা। ছিলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের কর্তারাও।