আপাতত স্থিতিশীল সন্ধ্যা মুখ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, কোভিড বিভাগেই তিনি ভর্তি রয়েছেন। শরীরে অক্সিজেনের মাত্রাও বেড়েছে। যা চিকিত্সকদের মতে ভালো একটি দিক বলেই অনুমান করা হচ্ছে। বাকি বেশ কিছু আনুষাঙ্গিক পরীক্ষার রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে। তবে তা শনিবারই পাওয়া যাবে বলে জানা যায়। শিল্পীর চিকিৎসায় ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। সেই টিমে রয়েছেন একজন পালমোনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক বিশেষজ্ঞ, এবং একজন নেফ্রোলজিস্ট। এইসব চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান এই শিল্পী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার গুরুতর অসুস্থ অবস্থায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হয় ই এম বাইপাসস্থিত একটি বেসরকারি হাসপাতালে। গত ২৩ জানুয়ারি থেকে তিনি করোনায় আক্রান্ত হন, শ্বাসকষ্টে ভুগছিলেন। পাশাপাশি কার্ডিয়াক সমস্যার জন্য ওষুধও খাচ্ছিলেন তিনি। হার্টে পাম্পিংয়ের সমস্যা হয়। কার্ডিও-মায়োপ্যাথিতে আক্রান্ত হন তিনি। সেইসঙ্গে ফুসফুসেও সংক্রমণ ধরা পড়ে। তাই অক্সিজেনের সমস্যা ছিল প্রবল। বাড়িতে পড়ে যাওয়ার কারণে কোমরেও চোটও রয়েছে তাঁর।