একুশে জুলাই অনুষ্ঠানের কথা মাথায় রেখে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শহরের একাধিক স্কুল। কিছু স্কুল সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ক্লাসের। আর পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। একুশে জুলাই সমাবেশ উপলক্ষে ভিড় হবে। বাড়ি ফেরার পথে আটকে পড়তে পারে পড়ুয়ারা। তাই এই সিদ্ধান্ত, এমনটাই বেসরকারি স্কুলগুলো সূত্রে জানা গিয়েছে।
ডন বসকো পার্ক সার্কাস, ডিপিএস রুবি পার্ক, গার্ডেন হাইস্কুল, ক্যালকাটা গার্লস বন্ধ থাকবে বৃহস্পতিবার। ক্যালকাটা গার্লসে আবার শনিবার হবে এক্সট্রা ক্লাস। মহাদেবী বিড়লা স্কুল আবার অনলাইনে ক্লাস করাবে। মডার্ন হাইস্কুল আবার সিদ্ধান্ত নিয়েছে একুশ তারিখ তাঁরা স্কুল খোলা রাখলেও, পড়ুয়াদের উপস্থিতি আবশ্যিক নয়। কাউকেই সেদিন স্কুলে আসতে জোর করবে না স্কুল কতৃপক্ষ। ক্যালকাটা বয়েজ আর লা মার্টিনিয়ারের মতো স্কুলগুলো সিদ্ধান্ত নেবে ২০ তারিখ। গোখেল এবং সেন্ট জেমসের মতো স্কুলগুলো বন্ধ থাকবে।
জানা গিয়েছে ডিপিএস রুবি পার্ক ২১ তারিখ বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে বুধবার অর্থাৎ ২০ জুলাই জানিয়ে দেওয়া হবে অভিভাবকদের। এদিকে, শহীদ দিবসের সমাবেশ উপলক্ষে ২১ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা বাতিল করেছে এসেম্বলি অফ গড চার্চ। সেই পরীক্ষা নেওয়া হবে ২৩ জুলাই। বিজ্ঞপ্তি দিয়ে জানালো স্কুল কতৃপক্ষ।