LATEST NEWS
29 May, 2023

Soma: 'আমার ফেস লস হয়নি', টাকা ফেরত দিয়ে দাবি কুন্তল ঘনিষ্ঠ সোমার
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-১৮ ১৫:১০:০৭   Share:   

ইডির (ED) দেওয়া ৫দিন সময়ের মধ্যেই কুন্তল ঘোষের টাকা ফেরত দিলেন সোমা চক্রবর্তী। অভিনেতা বনির পাশাপাশি কুন্তলের টাকা ফেরত দিলেন নেইল আর্ট পার্লারের মালকিন সোমা চক্রবর্তী (Soma Chakrabroty)। সিএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'কুন্তলের (kuntal Ghosh) যে অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা লোন নিয়েছি, সেই অ্যাকাউন্টেই টাকা ফেরত দিয়েছি।'

এদিন তিনি আরও জানান, তাঁর ব্যবসার মূলধন থেকে ওই টাকা ফিরিয়েছেন তিনি। এদিন টাকা ফেরত দেওয়ার পর ইডির থেকে ক্লিনচিট পান তিনি, জানান সোমা দেবী। সে প্রসঙ্গে তিনি জানান, 'এরপর থেকে কোনও ব্যাঙ্ক লেনদেনের আগে অবশ্যই সমস্ত কিছু খুঁটিয়ে জেনে নেবেন।' কুন্তলের ব্যপারে আগেভাগে কিছুই জানতেন না বলে দাবি সোমা চক্রবর্তীর। কুন্তলের বিষয়ে এদিন তিনি বলেন, 'কুন্তলের সঙ্গে এমনিই বন্ধুর মতো দেখা করেছিলাম, আলাপ দীর্ঘ হওয়াতে তাঁর থেকে ব্যবসার জন্য লোন নিই।' এরপরেও যদি ইডি ডাকে সম্পূর্ণভাবে সাহায্য করতে প্রস্তুত বলে জানান তিনি। 

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :