পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডের। প্রয়াত সাধন পাণ্ডেকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভায় হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতারাও।
বাবার প্রয়াণে কান্নায় ভেঙে পড়েন মেয়ে শ্রেয়া পাণ্ডে। পিস ওয়ার্ল্ড থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় কাঁকুড়গাছির বাসভবনে। সেখান থেকে গোয়াবাগানের বাড়িতে। এরপর বিধানসভায়। এবং সেখান থেকে নিমতলা শ্মশানে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই গান স্যালুটের পর শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।
দীর্ঘ রোগভোগের পর রবিবার সকালে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। গত বছর জুলাই মাসে ফুসফুসের সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন তাঁকে কলকাতা একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সংজ্ঞাহীন হয়ে ভেন্টিলেশনে থাকায় তাঁকে মুম্বইয়ের হাসাপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই রবিবার মৃত্যু হয় উত্তর কলকাতা এলাকার বাম-বিরোধী রাজনীতির অন্যতম পরিচিত মুখ।