ব্রেকিং নিউজ
beleghata dacoity বেলেঘাটায় মহিলা আইনজীবীর আবাসনে ডাকাতি
Homekolkatabeleghata dacoity বেলেঘাটায় মহিলা আইনজীবীর আবাসনে ডাকাতি
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-22 09:08:48
শহর কলকাতায় ভর সন্ধেয় ডাকাতি। সময়টা ঠিক সন্ধে সাড়ে সাতটা। ফ্ল্যাটের চারিদিকে লোকজন খুব কম এমনও নয়। অথচ নাটকীয় ভাবে আবাসনে চড়াও হয় পাঁচ ডাকাতের দল। শুধু তাই নয়, তাদের সঙ্গে থাকে ধারালো আগ্নেয়াস্ত্রও। আর সবচেয়ে অবাক করা বিষয়,ডাকাতি হল খোদ হাইকোর্টের আইনজীবীর ফ্ল্যাটে।
বেলেঘাটা থানা এলাকার জোড়া পেট্রোল পাম্পের কাছে একটি বহুতল আবাসনের কোয়েল মুখোপাধ্য়ায়ের ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। আগ্নেয়াস্ত্রের বাঁটের আঘাতে আহত আইনজীবীর ভাই ও বাবা। আলমারি ভেঙে ডাকাতরা সোনার গয়নাও লুট করেছে বলে জানা গেছে। ডাকাতদের হানার সময় বাড়িতে ছিলেন না আইনজীবী কোয়েল মুখোপাধ্যায়। তবে আবাসনের বাসিন্দাদের ফোন পেয়েই তিনি তড়িঘড়ি কর্মস্থল থেকে বাড়ি আসেন। আহত ভাইয়ের মাথায় পড়েছে একাধিক সেলাইও । আর বন্দুকের আঘাতে তাঁর বাবার মুখ ফেটে গেলেও সেলাই করতে হয়নি। তবে বেলেঘাটা থানায় আইনজীবীর পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আবাসনের কমিটির পক্ষ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডি সি,ই এস ডি প্রিয়ব্রত রায় এবং উচ্চপদস্থ আধিকারিকরা।
সূত্রের খবর, আইনজীবী কোয়েল মুখোপাধ্য়ায়ের সঙ্গে বছর দশেক আগে বিয়ে হয় এক ফৌজদারি বিভাগের এক আইনজীবীর। তাদের একটি বছর পাঁচেকের কন্যা সন্তান রয়েছে। গত বছর দেড়েক ধরে স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় দুজনেই অন্যত্র থাকতেন। উপরন্তু গত সপ্তাহ খানেক ধরে দফায় দফায় পেশায় আইনজীবী স্বামী কোয়েল মুখোপাধ্য়ায়কে হুমকি দিত বলে অভিযোগ। এই ডাকাতির ঘটনায় স্বামী কোনওভাবে জড়িত কীনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তবে ভর সন্ধে বেলা আগ্নেয়াস্ত্র নিয়ে আবাসনের চত্বরে ডাকাতদের ঢুকে পড়া নিয়ে সন্দেহের তির আবাসনের নিরাপত্তাকর্মীদের দিক থেকেও ফিরিয়ে নেওয়া যাচ্ছে না।
এমনিতেই করোনার দাপটে কাজ হারিয়েছেন অনেক মানুষ। তাই রোজগারের পথও হয়েছে সংকীর্ণ। তাই বিকল্প রোজগার হিসেবে অনেকেই চুরি-ডাকাতির পথে হাঁটতে বাধ্য হচ্ছেন অনেকেই। তবে এক্ষেত্রে ডাকাতির উৎস নিছকই পেটের দায় নাকি পরিকল্পনা ? সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ও পরিবারের লোকেদের কাছ থেকে বিবরণ শুনে দুষ্কৃতীদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিস।