১৮ এপ্রিল, ২০২৪

PTTI: 'বয়স বাড়ছে, এই মুহূর্তে নিয়োগ, নয়তো...', চাকরিপ্রার্থীদের বিকাশ ভবনের সামনে বিক্ষোভ
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-01 14:59:20   Share:   

পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য চাকরিপ্রার্থীরা বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, 'পিটিটিআই চাকরিপ্রার্থীরা বঞ্চিত। ১১ বছর ধরে শুধুই প্রতিশ্রুতি কিন্তু কোনও নিয়োগ নেই। ইতিমধ্যে একাধিক যোগ্য চাকরিপ্রার্থী আত্মহত্যা করেছে, আর কত? টাকার বিনিময়ে অযোগ্যরা চাকরি পেয়েছেন। আর কোনও প্রতিশ্রুতি নয়, নিয়োগ চাই। শুধু খেলা, মেলা, উৎসব চলছে।'

চাকরিপ্রার্থীদের দাবি, ১০% সংরক্ষণ দেখিয়ে আমাদের নিয়োগ করতে হবে। নয়তো আমরা এখানে বিক্ষোভ দেখাব। পিটিটিআই সার্টিফিকেট জ্বালিয়ে দিয়ে প্রতিবাদ দেখাব। প্রায় ৫ হাজার যোগ্য চাকরিপ্রার্থী থাকলেও নিয়োগ নেই।

এদিকে, বিকাশ ভবন চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় বিক্ষোভকারীদের অনেককে আটক করতে দেখা যায় পুলিসকে। রীতিমতো চ্যাংদোলা করে তাঁদের গাড়িতে তোলে পুলিস। জানা গিয়েছে পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তরা বঞ্চিত। ১০% সংরক্ষণ থাকলেও নিয়োগ নেই। বয়স বেড়ে গিয়েছে, এই মুহূর্তে নিয়োগ না হলে আত্মহত্যা ছাড়া গতি নেই। তাই একাধিক জেলা থেকে বঞ্চিত চাকরিপ্রার্থীরা এসে এই বিক্ষোভ দেখান।

তাঁদের দাবি, 'নিয়োগের জন্য সরকারি তরফে যা যা দিগ্রির দরকার সব আমাদের আছে।' 


Follow us on :