রাজ্য-রাজ্যপাল দ্বৈরথের কথা নতুন কিছু নয়। এ বার সরকারি বিশ্ববিদ্যালয়গুলি থেকে আচার্য হিসেবে রাজ্যপালকে সরাতে আরও এক ধাপ এগলো রাজ্য সরকার। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে রাজ্যের মন্ত্রীদের সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়। যেখানে বলা হয়েছে, এ বার থেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপাল আর আচার্য হিসেবে থাকবেন না। বরং সেই পদে আসীন হবেন মুখ্যমন্ত্রী।
এই প্রস্তাব পাঠানো হবে বিধানসভায়। আগে যে আইন ছিল, সেখানে রাজ্য সরকারে অধীন সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন রাজ্যপাল। তবে সেই সেই আইন সংশোধনের জন্য বিধানসভায় পাঠানো হবে বলে জানানো হয়েছে।
(বিস্তারিত আসছে)