দীর্ঘ রোগভোগের পর প্রয়াত পিয়ারলেস গ্রুপের (Peerles Group) এমডি সুনীলকান্তি রায়। শিল্প এবং বাণিজ্য মহলে তিনি এস কে রায় (SK Ray Death) নামে বেশি পরিচিত ছিলেন। মৃত্যুকালে এই শিল্পপতির বয়স হয়েছিল ৭৮। রবিবার রাতে হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর পর পরিবারে রইলেন স্ত্রী, পুত্রবধূ, ছেলে, মেয়ে এবং নাতি-নাতনি। বয়স্কজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। শেষ তিন-চার বছর কিডনি সমস্যায় ভুগছিলেন এস কে রায়।
হাসপাতাল সূত্রে খবর, শনিবার থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরিবার সূত্রে খবর, হাসপাতালে তাঁর পার্থিব দেহ শায়িত রয়েছে। সেখান থেকে যাবে বেলুড় মঠ, বেলুড় থেকে পিয়ারলেসের সদর দফতর, সেখানে থেকে দেহ যাবে সাদার্ন অ্যাভিনিউয়ে তাঁর দীর্ঘদিনের বাসভবনে।