ব্রেকিং নিউজ
Omicron: এবার কলকাতায় হানা ওমিক্রনের?
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-12-10 16:54:03
করোনার একের পর এক ঢেউ সামলে উঠতে না উঠতেই ফের নতুন আতঙ্ক। নতুন আতঙ্কের নাম'ওমিক্রন'। দুশ্চিন্তা জিইয়ে রেখে ভারতেও বাড়ছে ওমিক্রন ত্রাস। ইতিমধ্যে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের কথা সকলেই জেনে গিয়েছেন। বিশ্বের ৫৭ টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই স্টেন্ট।। পাশাপাশি ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৫ ছুঁয়েছে।
এবার ওমিক্রন আতঙ্ক কলকাতায়। সূত্রের খবর,কলকাতা বিমানবন্দর থেকে এক বিমানযাত্রীকে ওমিক্রন সন্দেহে পাঠানো হল বেলেঘাটা আইডি হাসপাতালে। হাসপাতালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে ১২ টি দেশ ওমিক্রনের রিস্কি দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে একটি দেশ, ব্রিটেন। সেখান থেকে ১০ তারিখ ভোররাতে ২.৩০ মিনিট নাগাদ দোহা থেকে কলকাতায় আসে বিমানটি।
১৮ বছর বয়সী এই তরুণী শারীরিক ভাবে অসুস্থ বোধ করছিলেন। তখনই ওমিক্রনে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয় তরুণীকে। কলকাতার আলিপুর-এর বাসিন্দা ওই তরুণী ব্রিটেন গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পরই ঘটে এই ঘটনা। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ইতিমধ্যে, তাঁর নমুনা আরটিপিসিআর-এর পর জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে। প্রায় এক সপ্তাহ সময় লাগে এই নমুনার রিপোর্ট আসতে।
আপাতত স্বাস্থ্য দফতরের তরফ থেকে ওই তরুণীকে বেলেঘাটা আইডিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি কোথায় ভর্তি হবেন চিকিৎসার জন্য সেটা তাঁর উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে ওই তরুণী বেলেঘাটা আইডিতেই বর্তমানে চিকিৎসারত।
প্রসঙ্গত, বেলেঘাটা আইডিতে যে ৫০ টি ওয়ার্ডের স্পেশাল ওয়ার্ড রয়েছে, তার মধ্যে ২৫ টি ছেলেদের জন্য এবং ২৫ টি মেয়েদের জন্য। সূত্রের খবর, পরিবারের লোকজন এবং ওই তরুণী প্রথমে বেলেঘাটা আইডি তে ভর্তি হতে চাইছিলেন না। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার ইচ্ছে প্রকাশও করেছিলেন। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালেভর্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শেষমেশ তিনি ভর্তি হন বেলেঘাটাতেই।