প্রেমের ফাঁদে ফেলে এক নাবালিকার আপত্তিকর ছবি তুলে তা ভাইরাল করে ব্ল্যাকমেল। এই ঘটনায় ইতিমধ্যেই ফুলবাগান থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের তির ভিন রাজ্যের তিন যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই তিনজনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে উল্টোডাঙা থানার পুলিস। এই ঘটনায় অভিযুক্ত তিনজনই পলাতক।
অভিযোগ, দু সপ্তাহ আগে ফেসবুকে নাবালিকার আপত্তিকর ছবি ভাইরাল করে অভিযুক্তরা। এরপর সেই ছবি ডিলিট করার জন্য ২ লক্ষ টাকা চায় ওই নাবালিকার কাছ থেকে। এরপর ১৮ ই জানুয়ারি নাবালিকার পরিবার ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করে।
জানা যায়, ছটপুজোর সময় মেয়েটির পরিবার বাড়িতে ছিল না। গিয়েছিল দেশের বাড়ি। সেই সময়ে নাবালিকাকে তার নারকেলডাঙা মেন রোডে দাদির বাড়ি রেখে যায়। যা ফুলবাগান থানার অন্তর্গত। সেখানেই ফাঁকা ঘরে একা পেয়ে ওই তিন যুবক আসে। এরপর আপত্তিকর ছবি ভিডিও করে। দু সপ্তাহ আগে সেই ভিডিওই ভাইরাল করে দেয়। শুধু তাই নয়, অন্য আরও আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ারও ভয় দেখায় তাকে।
এই ঘটনায় নাবলিকার পরিবার পুলিসের দ্বারস্থ হয়। পুলিস সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অভিযোগকারিণীর সঙ্গে প্রথমে ভিডিও কলে কথা বলে এক যুবক। সেই সময়ও তার কিছু আপত্তিকর ছবি তোলে অভিযুক্ত। এরপর ওই যুবক সহ তার আরও দুই সঙ্গী সেই ছবি ভাইরাল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে করতে থাকে ব্ল্যাকমেল।
জানা গিয়েছে, ওই তিন যুবক ভিন রাজ্যের বাসিন্দা হলেও কর্মসূত্রে কলকাতাতেই থাকত।
এই অভিযোগ ইতিমধ্যেই ফুলবাগান থানা থেকে পাঠানো হয়েছে উল্টোডাঙা ওমেন থানায়।
ইতিমধ্যেই পুলিস সেই লিংকগুলিকে ট্রেস করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ১১, ১২, ১৩, ১৪, ১৬ পকস আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি শিয়ালদহ আদালতে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি নেওয়া হয় অভিযোগকারী নাবালিকার।