দমদম যশোর রোডের ধারে একটি নামী আবাসন কমপ্লেক্সে বিক্ষোভ দেখালেন সেখানকার বাসিন্দারা। জল না পাওয়া, বেসমেন্ট অপরিষ্কার সহ একাধিক দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান। এমনকি রাস্তায় নেমেও বিক্ষোভ প্রদর্শন করেন বাসিন্দারা।
রবিবার সকালে দমদম যশোর রোডের ধারে ওই আবাসনের বাসিন্দারা জল না পাওয়া সহ বেশ কিছু দাবিদাওয়া নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন। তাঁদের দাবি, কমপ্লেক্সে প্রায় হাজারের ওপর ফ্ল্যাট থাকলেও ঠিকমতো জল পৌঁছয় না। বিগত কয়েকদিন ধরে তাঁরা জল পাচ্ছেন না। কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। তাই আন্দোলনে নামলেন তাঁরা।
এর আগেও একাধিক দাবিতে বাসিন্দারা আন্দোলনে নেমেছিলেন। বর্তমান জল ও অন্যান্য সমস্যা দূর না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। স্থানীয় পুরপ্রতিনিধি জানান, তিনি বাসিন্দাদের আন্দোলনের সাথে আছেন। কর্তৃপক্ষের উচিত বাসিন্দাদের সমস্যার সমাধান করা।