Share this link via
Or copy link
অভিনেত্রী পল্লবী দে'র মৃত্যু রহস্যের মধ্যে এবার এক মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার। জানা গিয়েছে, নাগেরবাজারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিদিশা দে মজুমদারের দেহ। রামগড় কলোনির বাসিন্দা বিদিশা আত্ম হত্যা করেছে, না মৃত্যুর পিছনে অন্য কারণ খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে বিদিশার দেহ। ঘরের দরজা বন্ধ ছিল, মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছিল সুইসাইড নোট। এই বিদিশাই পল্লবীর মৃত্যুর পর বিস্ময় প্রকাশ করে ফেসবুক পোস্ট করেছিলেন। তার কয়েক সপ্তাহেই মধ্যেই উদ্ধার এই মডেলের ঝুলন্ত দেহ।